FANDOM


অদৃশ্য অনামিকায় জ্যোজ্জুল্যমান আলো

কেবলই ভেবে যাই অনির্বাণ ভাবনাগুলো

কেও জানবে না সে ভাবনাদের ডানায় ভেসে

এসেছিলে কৃষ্ণচতুর্দশীর আলোর বেশে

আমি কখনো কাওকে বলবোনা

সেই বিশ্বাসঘাতিনী জ্যোৎস্নার অনুপস্থিতি

কারণ তাকে ধন্যবাদ জানিয়েছে এই অদিতি

অনাদ্যন্ত সীমারেখা যে অলঙ্ঘিত

রাঁধাচূড়ার দ্বারা তা হঠাৎ পরিলক্ষিত!!


I'm missing him (S)!