FANDOM


ফাহমিদা আহমেদ মৌEdit

সে আমার শিয়রে রোদ্দুর এনে দেবে বলে উষ্ণতায় আসে
আমি বিষণ্ণতাকে আপন করবার চক্রান্তে থাকি আড়ালে বসে
সে একসাথে সূর্যাস্ত দেখবে বলে সূর্যকে থামিয়ে রাখে
আমার সূর্যাস্ত বয়ে যায় নিসঃঙ্গতাকে ভেবে
সে জোছনা রঙের শাড়ি এনে দিয়েছে , অমাবস্যায় তার চাঁদের রূপ দেখবে বলে
আমি বিষাদের নীল শাড়িতে, নীল অপরাজিতা খুঁজি খোঁপায় দেবো বলে
সে আমার ভোরের পাখি হয়ে ঘুম ভাঙ্গানি গান শোনায়
আমার উদাস মন থাকে , সেই অচিন পাখির গান শোনার আশায়
সে প্রতি সেকেন্ডের অন্তর অন্তর মনের দরজায় কড়া নাড়ে
আর আমি....!
রাজ্যের বিতৃষ্ণা নিয়ে দুম করে দেই দরজাটা বন্ধ করে

অমন করিস নে রে মুখপুড়ি!! স্বয়ং বিধাতাও নারাজ হবে...
জাতি নিরুপায়!