FANDOM


ফাহমিদা আহমেদ মৌEdit

মাঝে মাঝে আমি মাত্রাতিরিক্ত
হিংসুটে হতে চাই।
ভীষন আকারের
রুদ্রাণী হিংসা জাগে!!
আইলা কিংবা সুনামীর ন্যায় তীব্রভাবে ফুঁসে ওঠে সে হিংসা ।
সবকিছু জ্বালিয়ে খাক
করে দিতে ইচ্ছে হয় সে হিংসের
আগুনে।
পরক্ষনেই দেখি
আমি নিজেই
তাতে জ্বলে কয়লা হয়ে গেছি!!!
হা সসেলুকাস কি নিয়তি!!