Fire Fly Wiki
Advertisement

ফাহমিদা আহমেদ মৌ[]

চোখের কোনের সে বিন্দু দেখেছো অনিন্দ্য !!
কিংবা মুখের সে বাঁকা হাসি!
টমেটোর মতো লাল সে দুটো গাল
আর বিন্দু বিন্দু ঘাম জমে থাকা সে নাক!!!

উফফ!! তুমি কিছুই দেখোনি হে বোকা!!

দেখোনি তার ভয় পাওয়া ভীত চোখ
অভিমানে যখন কামড়ে ধরে নিজের ঠোঁট
রাগে যখন ফুলে নাকের পাতা
অপরাধে ধরা পড়ে হাসে মিটিমিটি
কষ্টে চেয়ে থাকা সে শুন্য দৃষ্টি!!
নাহ অনিন্দ্য!!
তুমি কিচ্ছুই দেখলেনা!! বড়ই হতভাগা তুমি!

Advertisement