FANDOM


চক্র!
Edit

ইতিহাসের পুনরাবৃত্তি হয়।
তা শুধু বইয়ের পাতায়ই নয়,
নয় কেবল যুদ্ধের ময়দানে,
বরং জীবনের প্রতিটি আঁনাচে কাঁনাচে!
ফুলের পাপড়ি ঝড়ে আবার জন্মায় বসন্তে,
নিভে যাওয়া আগ্নেওগিড়ি আবারও গর্জে ওঠে,
ডিমিটারের ক্ষোভের কাছে পরাজিত হয় হেডেস,

পার্সিফোনির বিরহে জগতে নামে শৈত্য।
সবকিছু যেন এক চক্র,
মাঝে মাঝে টাল খাওয়া,
স্পর্শকের মায়ায় পড়ে দিকভ্রান্ত নাবিক,
তাই হয়ত আরও একবার স্বপ্ন দেখতে চায়।
অনেককালের অপেক্ষার পর সাফল্যের প্রত্যাশায়,
অভাগা হয়ত আশায় বাধে বুক,
কিন্তু ইতিহাস আর অতীতের পিছু ডাক,
অমান্য করবে সে সাধ থাকলেও - সাধ্য যে তার নেই!